[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

হারামের বিকল্প যে হালাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ০৮:২১

ফাইল ছবি

ইসলাম এমন এক জীবনব্যবস্থা, যা মানুষের জীবনে ভার বা জটিলতা সৃষ্টি না করে বরং সহজতা এনে দিয়েছে। ইসলাম কোনো কিছু হারাম করলে তার উত্তম বিকল্পও দিয়েছে, যেন মানুষের জীবনে ছন্দপতন না ঘটে—এমনই ব্যাখ্যা দিয়েছেন আল্লামা ইবনু কাইয়িম জাওজিয়া (রহ.)।

তিনি ইসলামের কিছু অনন্য দৃষ্টান্ত তুলে ধরেছেন—

তীরের মাধ্যমে ভাগ্য গণনা হারাম, কিন্তু বিকল্প হিসেবে দেওয়া হয়েছে ইসতিখারার দোয়া ও আমল, যেন মানুষ নিজের জন্য কল্যাণকর সিদ্ধান্ত নিতে পারে।
সুদ নিষিদ্ধ, কিন্তু বিকল্প হিসেবে ব্যবসা ও মুনাফার সুযোগ দেওয়া হয়েছে, যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়।
জুয়া হারাম, তবে ঘোড়া, উট বা তীরন্দাজ প্রতিযোগিতা বৈধ করা হয়েছে, যাতে মানুষ বৈধ পথে আয় করতে পারে।
পুরুষের জন্য রেশম হারাম, কিন্তু সুতি ও পশমি পোশাক বৈধ করা হয়েছে আরামদায়ক বিকল্প হিসেবে।
ব্যভিচার নিষিদ্ধ, কিন্তু বিবাহকে বৈধ ও উৎসাহিত করা হয়েছে, যাতে মানুষ বৈধভাবে জৈবিক চাহিদা পূরণ করতে পারে।
মদ হারাম, তবে সুস্বাদু ও স্বাস্থ্যকর পানীয়কে বৈধ ঘোষণা করা হয়েছে।
নোংরা বা অপবিত্র খাবার নিষিদ্ধ, কিন্তু পবিত্র ও উপাদেয় খাবার হালাল করা হয়েছে।

ইসলামী শরিয়তের বিধানগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, আল্লাহ যখন কোনো কিছু নিষিদ্ধ করেছেন, তখন বান্দার জন্য সহজ ও কল্যাণকর বিকল্পও রেখেছেন। কারণ আল্লাহ বান্দার জীবনে কঠোরতা চান না; তিনি চান সহজতা, কল্যাণ ও ক্ষমা।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন—

“আল্লাহ তোমাদের কাছে বিশদভাবে বিবৃত করতে চান, তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি জানাতে ও তোমাদের ক্ষমা করতে চান... আল্লাহ তোমাদের ভার লঘু করতে চান; মানুষ সৃষ্টি করা হয়েছে দুর্বলরূপে।”
— (সুরা নিসা, আয়াত ২৬-২৮)

আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের সঠিক বুঝ ও অনুসরণের তাওফিক দান করুন। আমিন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর