ইসলাম শব্দের আভিধানিক অর্থই হলো ‘আত্মসমর্পণ’। কোরআন-হাদিসের আলোকে ইসলাম মানে—আল্লাহর সামনে, তাঁর নির্দেশের সামনে দ্বিধাহীন চিত্তে সম্পূর্ণভাবে আত্মনিবেদন করা। এই নিখাদ সমর্পণের বাস্তব উদাহরণ হলেন ইবরাহিম (আ.)।
ইবরাহিম (আ.)-এর নিখাদ সমর্পণ
আল্লাহ তাআলা তাঁকে নির্দেশ দিয়েছিলেন,
“হে ইবরাহিম, তুমি নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করো।”
(সুরা আল-বাকারা, আয়াত ১৩১)
ইবরাহিম (আ.) কোনো প্রশ্ন না করেই জবাব দিয়েছিলেন,
“আমি নিজেকে সমর্পণ করলাম বিশ্বজগতের প্রতিপালকের প্রতি।”
অন্য আয়াতে তিনি ঘোষণা করেন,
“আমি আমার মুখ ফিরিয়ে নিলাম তাঁর দিকে—যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।”
(সুরা আল-আনআম, আয়াত ৭৯)
এই আত্মসমর্পণই ইসলামের সারাংশ—যেখানে আল্লাহর নির্দেশের সামনে মানুষের সমস্ত ইচ্ছা, চিন্তা ও কামনা নত হয়ে যায়।
ইসলাম ও মানবস্বভাবের সামঞ্জস্য
মানুষের স্বভাব সম্পর্কে আল্লাহর চেয়ে ভালো আর কেউ জানে না। সেই কারণেই ইসলামের বিধান মানুষের স্বভাবের অনুকূলেই প্রণীত।
আল্লাহ বলেন,
“এটা আল্লাহপ্রদত্ত স্বভাব—যার ওপর তিনি সৃষ্টি করেছেন মানুষকে।”
(সুরা আর-রূম, আয়াত ৩০)
আরেক আয়াতে এই স্বভাবকে বলা হয়েছে “আল্লাহর রঙ”—
“আল্লাহর রঙ! আর রঙ হিসাবে আল্লাহর চেয়ে সুন্দর রঙ আর কার হবে?”
(সুরা আল-বাকারা, আয়াত ১৩৮)
যেমন কোনো বস্ত্র সম্পূর্ণভাবে রঙে রঞ্জিত হয়, ইসলামের রঙও তেমনি মানুষের জীবনের প্রতিটি অংশে ছড়িয়ে পড়ে। ইসলামের শিক্ষা মানুষের প্রকৃতি, মন, চিন্তা ও আচরণের সঙ্গে একাকার হয়ে যায়।
ইসলামের বিপরীতে নয় মানবপ্রকৃতি
ইসলামের কোনো শিক্ষা মানবস্বভাবের বিপরীত নয়। কেউ যদি ইসলামকে কঠিন বা অস্বাভাবিক মনে করে, তবে তার অন্তর বা উপলব্ধিই বিকৃত—যেমন অসুস্থ ব্যক্তির কাছে মিষ্টিও তিতা লাগে।
তাই স্বভাববিকৃতি ঘটলে মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়, কিন্তু বাস্তবে ইসলামই প্রকৃত মানবস্বভাবের প্রতিফলন। সত্য ও ইসলাম এক—এদের মধ্যে কোনো সংঘাত নেই।
বিজ্ঞান ও ইসলামের মিলন
বিজ্ঞান যখন সত্যের সন্ধান পায়, তখন সে ইসলামের সঙ্গেই মিলিত হয়। কারণ সত্য একটিই—আল্লাহর সত্য। সংঘর্ষ শুধু তখনই ঘটে, যখন মানবাবিষ্কৃত জ্ঞান সত্যের স্তরে পৌঁছাতে ব্যর্থ হয়। সত্যের পূর্ণতায় পৌঁছালে বিজ্ঞান ও ইসলাম একই রঙে রঞ্জিত হয়—একাকার হয়ে যায়।
আল্লাহর পথে সম্পূর্ণ আত্মসমর্পণের আহ্বান
কোরআন বলছে,
“বলো, আল্লাহর পথই হলো পথ, এবং আমরা আদিষ্ট হয়েছি নিজেদের সমর্পণ করতে বিশ্বজগতের প্রতিপালকের সামনে।”
(সুরা আল-আনআম, আয়াত ৭১)
এই আত্মসমর্পণই প্রকৃত হিদায়াত।
আল্লাহ বলেন,
“যারা নিজেদের সমর্পণ করল, তারাই হিদায়াতপ্রাপ্ত হলো।”
(সুরা আলে ইমরান, আয়াত ২০)
ইসলাম কোনো কঠোরতা নয়—এটি মানুষের স্বাভাবিক চেতনা ও সত্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ জীবনব্যবস্থা। আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণই ইসলামের মূল সত্তা। আর এই সমর্পণই মানুষকে পৌঁছে দেয় হিদায়াত, শান্তি ও পরম সত্যের চূড়ান্ত স্তরে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: