[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

ইস্তেগফারের ১০ ফজিলত: গোনাহ মাফ, বরকত ও জান্নাতের পথ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ০৮:০০

ফাইল ছবি

ইস্তেগফার—অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা—ইসলামী জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। পবিত্র কোরআনে ইস্তেগফারের গুরুত্ব ও ফজিলত বারবার উল্লেখ করা হয়েছে।

এর মাধ্যমে আল্লাহর রহমত, বরকতদুনিয়া-আখিরাতের কল্যাণ লাভ করা যায়নিচে কোরআনহাদিসের আলোকে ইস্তেগফারের দশটি ফজিলত তুলে ধরা হলো

১. গোনাহ মাফের অসীম সুযোগ

ইস্তেগফারের মাধ্যমে মানুষ তার গোনাহ থেকে মুক্তি পায়আল্লাহ তাআলা বলেন,

আল্লাহ ছাড়া আর কে গোনাহ মাফ করতে পারে?” (সুরা আলে ইমরান: ১৩৫)

২. আল্লাহর রহমত লাভ

ইস্তেগফার বান্দার প্রতি আল্লাহর রহমতের দরজা খুলে দেয়।

তোমরা কেন আল্লাহর কাছে ইস্তেগফার করো না, যাতে তোমাদের ওপর রহমত বর্ষিত হয়?” (সুরা নামল: ৪৬)

৩. বৃষ্টি ও রিজিকের বরকত

ইস্তেগফার দুনিয়ার কল্যাণেরও চাবিকাঠি। আল্লাহ বলেন,

“তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন।” (সুরা নুহ: ১১)

৪. সন্তান-সন্ততির বরকত

ইস্তেগফার আল্লাহর পক্ষ থেকে সন্তান ও সম্পদের বরকত এনে দেয়।

তিনি তোমাদেরকে ধন-সম্পদ ও সন্তান দ্বারা সমৃদ্ধ করবেন।” (সুরা নুহ: ১২)

৫. অর্থ-সম্পদে প্রশস্ততা

রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

“যে ব্যক্তি ইস্তেগফারকে অভ্যাসে পরিণত করে, আল্লাহ তার সব সংকট থেকে মুক্তির পথ করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না।” (আবু দাউদ, হাদিস: ১৫১৮)

৬. কষ্ট ও বিপদ থেকে মুক্তি

ইস্তেগফার আল্লাহর গজব ও শাস্তি থেকে রক্ষা করে।

আল্লাহ কখনো তাদের শাস্তি দেবেন না, যতক্ষণ তারা ইস্তেগফার করে।” (সুরা আনফাল: ৩৩)

৭. শক্তি ও সামর্থ্য বৃদ্ধি

নিয়মিত ইস্তেগফার শক্তি, স্বাস্থ্য ও সামর্থ্য বৃদ্ধি করে।

তিনি তোমাদের বর্তমান শক্তির সাথে বাড়তি আরও শক্তি যোগাবেন।” (সুরা হুদ: ৫২)

৮. উত্তম জীবন উপহার

ইস্তেগফার মানুষকে শান্তি, প্রশান্তি ও উত্তম জীবন দান করে।

তোমাদের প্রতিপালকের কাছে গুনাহের ক্ষমা প্রার্থনা কর... তিনি তোমাদের উত্তম জীবন উপভোগ করতে দিবেন।” (সুরা হুদ: ৩)

৯. সম্মান ও মর্যাদা লাভ

ইস্তেগফারকারীরা আল্লাহর নিকট সম্মানিত হয়

তিনি প্রতিটি সদগুণধারীকে নিজের পক্ষ থেকে বেশি প্রতিদান দেবেন।” (সুরা হুদ: ৩)

১০. জান্নাতে প্রবেশ ও নিরাপদ আশ্রয়

ইস্তেগফার দোজখ থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দেয়।

তিনি তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করবেন, এবং সেখানকার নদীগুলো তোমাদের জন্য প্রবাহিত করবেন।” (সুরা নুহ: ১২)

সর্বোপরি, ইস্তেগফার শুধু একটি দোয়া নয়, এটি ঈমানের গভীর প্রকাশ ও মুক্তির পথ। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার গোনাহ মাফ করেন, জীবনকে বরকতময় করেন এবং আখিরাতে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর