ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা শব্দটি এসেছে আরবি ‘গাফারা’ শব্দমূল থেকে, যার অর্থ ‘ঢেকে দেওয়া’ বা ‘গোপন রাখা’। অর্থাৎ, আল্লাহ যখন কোনো বান্দার পাপ ঢেকে দেন বা প্রকাশ করেন না, তখনই তিনি তাকে ক্ষমা করেন। পরিভাষায়, ইস্তিগফার হলো এমন একটি আবেদন, যেখানে বান্দা নিজের দ্বারা সংঘটিত পাপের জন্য আল্লাহর কাছে দয়া ও ক্ষমা প্রার্থনা করে।
মুসলমানদের মধ্যে এমন কেউ নেই যার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার প্রয়োজন নেই—তার ঈমান যতই দৃঢ় বা ধার্মিকতা যতই উচ্চমানের হোক না কেন। এমনকি প্রিয় নবী মুহাম্মদ (সা.)-ও প্রতিদিন বহুবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন, “আল্লাহর কসম! আমি প্রতিদিন সত্তরবারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তাঁর কাছে তাওবা করি।” (সহিহ বুখারি, হাদিস: ৬৩০৭)
আল্লাহ তাআলা সুরা নুহে বলেছেন, “তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো; নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রাচুর্যে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্তুতি বৃদ্ধি করবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং প্রবহমান নদী প্রবাহিত করবেন।” (সুরা: নুহ, আয়াত: ১০-১২)
ইস্তিগফার পাপ মোচন ও আত্মশুদ্ধির এক বিশেষ মাধ্যম। আল্লাহ বলেন, “যে কেউ কোনো মন্দ কাজ করে বা নিজের ওপর অন্যায় করে, কিন্তু পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে দেখবে আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু।” (সুরা: নিসা, আয়াত: ১১০
ক্ষমা প্রার্থনাকারী বান্দাদের আল্লাহ ভালোবাসেন ও তাদের তাওবায় সন্তুষ্ট হন। আল্লাহ বলেন, “নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন যারা নিজেদের পবিত্র রাখে।” (সুরা: বাকারাহ, আয়াত: ২২২)
ক্ষমা প্রার্থনা আল্লাহর শাস্তি থেকে রক্ষার এক নিরাপদ আশ্রয়। কোরআনে বলা হয়েছে, “আল্লাহ তাদের শাস্তি দেবেন না, যতক্ষণ তুমি (হে নবী) তাদের মধ্যে উপস্থিত আছ এবং যতক্ষণ তারা ক্ষমা প্রার্থনা করে, ততক্ষণও আল্লাহ তাদের শাস্তি দেবেন না।” (সুরা: আনফাল, আয়াত: ৩৩)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি নিয়মিতভাবে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দেন, প্রতিটি সংকট থেকে বের হওয়ার পথ দান করেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন, যেখানে সে আশা করে না।” (আবু দাউদ, ইবনু মাজাহ)
অতএব, ইস্তিগফার শুধু পাপ মোচনের মাধ্যম নয়; এটি জীবনের দুঃখ-কষ্ট, দারিদ্র্য ও মানসিক অস্থিরতা দূর করারও এক অনন্য উপায়। নিয়মিত ইস্তিগফার মানুষকে করে তোলে প্রশান্ত, পরিশুদ্ধ ও আল্লাহর নিকট প্রিয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: