[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপে জায়গা করে দেশে ফিরেছে উজ্জ্বল হাসিতে মুখর টাইগ্রেসরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ২২:৫৩

সংগৃহিত ছবি

ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এ খেলার যোগ্যতা অর্জন করে বিকেলেই (২১ এপ্রিল) দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মুখে ছিল বিজয়ের উজ্জ্বল হাসি—যেটা এসেছে বাছাইপর্বের নাটকীয় উত্তরণ থেকে।

শুরুটা দারুণ করে বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতেছিল নিগার সুলতানা জ্যোতির দল। তবে শেষ দুই ম্যাচে হেরে কিছুটা শঙ্কায় পড়ে যায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন।

শেষ নির্ভর ছিল ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের ফলাফলের ওপর। থাইল্যান্ড ১৬৭ রানে অলআউট হলে ওয়েস্ট ইন্ডিজের সামনে জটিল এক সমীকরণ দাঁড়ায়—১০.১ ওভারের মধ্যে রান তুলতে না পারলে বিশ্বকাপে যাবে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ চেষ্টা করেও সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হলে টাইগ্রেসদের ভাগ্যে জোটে বিশ্বকাপ টিকিট। দেশে ফিরে বিমানবন্দরে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, “শেষ মুহূর্তে সুযোগ থাকলেও শুরুতে আমাদের পরিশ্রমই মূল ছিল। আল্লাহ না রাখলে এটা হতো না।”

এ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। এক বিবৃতিতে তিনি নারী দল ও কোচিং স্টাফকে আন্তরিক ধন্যবাদ জানান।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর