জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ এখন প্রায় শেষপ্রান্তে। ৩২ দলের এই প্রতিযোগিতায় এখন টিকে আছে মাত্র চারটি দল। আর মাত্র সপ্তাহখানেক পরই নির্ধারিত হবে কোন দলের হাতে উঠছে মর্যাদাপূর্ণ শিরোপা।
শিরোপা লড়াইয়ের পাশাপাশি সমান তালে জমে উঠেছে টুর্নামেন্টের সেরা গোলদাতার লড়াইও। গ্রুপ পর্ব, রাউন্ড অব সিক্সটিন ও কোয়ার্টার ফাইনাল শেষে চারজন ফুটবলার সমান চারটি করে গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে ছিলেন শীর্ষে। তারা হলেন—রিয়াল মাদ্রিদের গঞ্জালো গার্সিয়া, বেনফিকার আনহেল ডি মারিয়া, আল হিলালের মার্কোস লিওনার্দো ও বরুশিয়া ডর্টমুন্ডের সেরহোউ গিরাসি।
তবে এই চারজনের মধ্যে এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন রিয়ালের গার্সিয়া। কারণ, বাকি তিনজনের দল ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ফলে সেমিফাইনাল এবং সম্ভাব্য ফাইনালে গোল করার আরও সুযোগ রয়েছে এই স্প্যানিশ ফরোয়ার্ডের সামনে।
গোল্ডেন বুটের দৌড়ে চেলসির পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতোও রয়েছেন দারুণ সম্ভাবনায়। এখন পর্যন্ত তিনি করেছেন তিনটি গোল। সেমিফাইনালে তার দল মুখোমুখি হবে ফ্লুমিনেন্সের, আর জয় পেলে উঠবে ফাইনালে। দুই ম্যাচ হাতে থাকায় গোলসংখ্যা বাড়িয়ে গার্সিয়াকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে তার।
এদিকে ২টি গোল করা পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমিও এখনো দৌড়ে আছেন। তার দল সেমিফাইনালে লড়বে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ফাইনালে উঠতে পারলে তার সামনে থাকবে আরও একটি ম্যাচ। সেক্ষেত্রে গোল বাড়িয়ে চমক দেখানোর সুযোগ থাকছে এই মরক্কান ডিফেন্ডারেরও।
সবমিলিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বুটের জন্য এখন তিন তারকা—গার্সিয়া, নেতো ও হাকিমির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে জানতে, কে জিতে নিচ্ছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার মর্যাদা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: