এশিয়া কাপের প্রথম পর্বে হিসাব-নিকাশে টিকে গিয়েছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের সুবাদেই সুপার ফোরে জায়গা করে নেয় টাইগাররা। তবে এবার আর বন্ধুত্ব নয়, শেষ চারের প্রথম ম্যাচেই আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ এখন ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় লড়াই। নিদাহাস ট্রফির পর থেকে দু’দলের প্রতিদ্বন্দ্বিতা একাধিক ঘটনায় উত্তেজনায় ভরপুর হয়েছে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ, এবার সেই হারের প্রতিশোধের সুযোগ পাচ্ছে লিটনরা।
এশিয়া কাপে এর আগে তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ, কিন্তু শিরোপা জেতা হয়নি। আজকের ম্যাচ জিতে চতুর্থবারের মতো ফাইনালের পথে এগিয়ে যেতে চায় টাইগাররা। পরিসংখ্যান অবশ্য শ্রীলঙ্কার পক্ষেই—টি-টোয়েন্টিতে ২১ দেখায় লঙ্কানদের জয় ১৩টিতে, বাংলাদেশের জয় মাত্র ৮টিতে।
আজ শনিবার রাত সাড়ে ৮টায় দুবাইয়ে শুরু হবে সুপার ফোরের এই গুরুত্বপূর্ণ ম্যাচ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: