সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। ম্যাচের বয়স ৪ মিনিট হওয়ার আগেই পাকিস্তানের জালে দুটি গোল পাঠিয়ে এগিয়ে যায় কিশোররা।
তৃতীয় মিনিটে নাজমুল হুদা ও চতুর্থ মিনিটে অপু রহমানের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শুরুতেই পাকিস্তানের ডিফেন্স ও গোলরক্ষকের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগায় দলটি। অপু রহমানের বাড়ানো বল সামলাতে ব্যর্থ হয় পাকিস্তানের রক্ষণ। গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বল প্লেসিং শটে জালে জড়ান নাজমুল।
পরের মিনিটেই অপু রহমান বাম দিক দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে দর্শনীয় গোল করেন। তবে বাকি সময় ব্যবধান আর বাড়াতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে সহজ সুযোগ নষ্ট করেন মাহিন। ফয়সালের ডিফেন্সচেরা পাস পেয়েও শট বাইরে মেরে বসেন তিনি।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে ফাইনালে উঠেছে গোলাম রাব্বানী ছোটনের দল।
রাত ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। তাদের মধ্যে জয়ী দলের বিপক্ষে আগামী শনিবার শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: