বাংলাদেশের বিপক্ষে ছয় ম্যাচের হোম সিরিজ খেলতে আগামী ১৫ অক্টোবর ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুটি ফরম্যাটে মুখোমুখি হবে দুই দল। সোমবার (২৯ সেপ্টেম্বর) সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডে সিরিজ:
ভেন্যু: মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
ম্যাচ: ১৮, ২০ ও ২৩ অক্টোবর
সময়: প্রতিটি ম্যাচই ডে-নাইট, শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে
টি-টোয়েন্টি সিরিজ:
ভেন্যু: চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম
ম্যাচ: ২৬, ২৮ ও ৩১ অক্টোবর
সময়: প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়
ওয়ানডে সিরিজ শেষে ২৪ ও ২৫ অক্টোবর বিশ্রামের পর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সব মিলিয়ে ১৮ অক্টোবর থেকে শুরু হয়ে সিরিজটি শেষ হবে ৩১ অক্টোবর।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: