প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হার নিশ্চিত করার পর শেষ ম্যাচে বড় জয়ে স্বস্তি পেল ওয়েস্ট ইন্ডিজ। শারজায় মঙ্গলবার রাতে নেপালকে ১০ উইকেটের ব্যবধানে হারায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
টস জিতে নেপালকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। তবে ব্যাট হাতে ভালো করতে পারেনি নেপাল। ওপেনার কুশাল ভুরটেল ২৯ বলে ৩৯ রান করলেও বাকিরা ব্যর্থ হন। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে অলআউট হয় দলটি ১২২ রানে। মাত্র ১৭ রানে শেষ ৫ উইকেট হারায় নেপাল।
ক্যারিবীয় বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ২৩ বছর বয়সী বাঁহাতি পেসার রেমন সিমন্ডস। তিনি ৪ উইকেট নেন মাত্র ১৫ রান খরচ করে।
জবাবে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারই সহজ জয় তুলে নেন। আমির জাঙ্গো ৪৫ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন, যেখানে ছিল ৫টি চার ও ৬টি ছক্কা। তার সঙ্গী আকিম অগাস্টে করেন ২৯ বলে অপরাজিত ৪১ রান।
মাত্র ১২.২ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ, সিরিজের শেষ ম্যাচে বড় জয় নিয়ে সমাপ্তি টানে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: