[email protected] বৃহঃস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
১৭ আশ্বিন ১৪৩২

টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে সাইম আইয়ুব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১৭:৩৩

ফাইল ছবি

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে বড় পরিবর্তন এসেছে। পাকিস্তানের সাইম আইয়ুব ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে পেছনে ফেলে উঠে গেছেন শীর্ষে।

বুধবার আইসিসির প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ র‍্যাংকিংয়ে দেখা যায়, চার ধাপ এগিয়ে ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে অবস্থান করছেন সাইম। অন্যদিকে, ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ নেমে দ্বিতীয় স্থানে আছেন হার্দিক পান্ডিয়া।

এশিয়া কাপ ২০২৫-এ ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলিংয়ে দুর্দান্ত ছিলেন সাইম। সাত ইনিংসে মাত্র ৩৭ রান (চারটি শূন্যসহ) করলেও বল হাতে সাত ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। তার বোলিং গড় ১৬ এবং ইকোনমি রেট মাত্র ৬.৪০।

অন্যদিকে, ভারতের ব্যাটিং লাইনআপে হার্দিকের খুব বেশি অবদান প্রয়োজন হয়নি। বল হাতে ছয় ম্যাচে তিনি নেন মাত্র চার উইকেট এবং চোটের কারণে ফাইনালে খেলতে পারেননি।

আইসিসির এই র‍্যাংকিং পরিবর্তনে পাকিস্তানি সমর্থকদের মধ্যে উৎসাহ ছড়িয়ে পড়েছে, অন্যদিকে ভারতীয় সমর্থকরা হতাশা প্রকাশ করছেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর