[email protected] বৃহঃস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
১৭ আশ্বিন ১৪৩২

আইএলটি–টোয়েন্টিতে দল পেলেন সাকিব ও তাসকিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫, ০৭:৩৩

ফাইল ছবি

আসন্ন আইএলটি–টোয়েন্টির চতুর্থ আসরে দল পেয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। অলরাউন্ডার সাকিব খেলবেন এমআই এমিরেটসের হয়ে, আর পেসার তাসকিন নামবেন শারজাহ ওয়ারিয়র্সের জার্সিতে।

আগামী ডিসেম্বরেই সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে টুর্নামেন্টের চতুর্থ আসর। তার আগে চলছে মেগা নিলাম। সেখানেই দল পেয়েছেন সাকিব ও তাসকিন।

নিলামের শুরুতে দুজনের প্রতিই তেমন আগ্রহ দেখা না গেলেও শেষ দিকে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দলে ভিড়িয়ে নেয়। সাকিবকে তার ভিত্তিমূল্য ৪০ হাজার মার্কিন ডলারে দলে নিয়েছে এমআই এমিরেটস। আর তাসকিনকে দলে টানতে ৮০ হাজার মার্কিন ডলার খরচ করেছে শারজাহ ওয়ারিয়র্স।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর