নিয়মিত অধিনায়ক লিটন দাসকে ছাড়াই দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচেই আফগানিস্তানকে হারিয়েছে টাইগাররা। আজ সিরিজের শেষ ম্যাচে নেমে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
রবিবার (৫ অক্টোবর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
সিরিজ জয় ইতিমধ্যেই নিশ্চিত করেছে টাইগাররা। তবে আজকের ম্যাচ জিততে পারলে ২০১৮ সালে আফগানদের কাছে হোয়াইটওয়াশের পুরনো হিসাব মেটানোর সুযোগ থাকবে বাংলাদেশের সামনে।
টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ১৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ, এর মধ্যে ৮টিতে জয় এবং ৭টিতে হার।
প্রথম ম্যাচের নাটকীয় জয়
১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম মাত্র ১১.৪ ওভারে গড়ে তোলেন ১০৯ রানের উদ্বোধনী জুটি। তবে এরপর মাত্র ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। শেষ দিকে নুরুল হাসান সোহান (১৩ বলে ২৩) ও রিশাদ হোসেন (৯ বলে ১৪) এর ব্যাটে ভর করে ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে ফিনিশার সোহানের জ্বলে ওঠা
১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৪ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে মিডল অর্ডারে জাকের আলি অনিক ও শামীম হোসেন পাটোয়ারীর ৫৬ রানের জুটি দলকে স্থিতি দেয়।
অধিনায়ক জাকের (৩২) ও শামীম (৩৩) আউট হলেও ফিনিশার হিসেবে আবারও দায়িত্ব নেন সোহান। তিনি ২১ বলে ৩১ রানের ইনিংস খেলে জয় নিশ্চিত করেন।
এখন টাইগারদের লক্ষ্য একটাই— আজ রাতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজের জয়কে স্মরণীয় করে রাখা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: