দীর্ঘ নাটকীয়তা ও নানা জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে আজ (সোমবার, ৬ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।
নির্বাচন ঘিরে নাটকীয়তা
১, ২ ও ৩ ক্যাটাগরির বড় অংশ নির্বাচনে অংশ নিচ্ছেন না। অনেক হেভিওয়েট প্রার্থী সরে দাঁড়িয়েছেন এবং নির্বাচন বয়কট করেছেন। তারা ক্রীড়া উপদেষ্টার কাছে নির্বাচন বাতিল ও তিন দফা প্রস্তাব দিয়েছেন। এছাড়া প্রধান উপদেষ্টার কাছেও স্মারকলিপি পাঠানো হয়েছে।
এ ছাড়া বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো এক চিঠি নিয়ে কোর্টে রিটের শুনানি, দুদকের পর্যবেক্ষণে থাকা ১৫ ক্লাবের ভাগ্য নির্ধারণ, এবং সম্ভাব্য স্থগিতাদেশের গুঞ্জনে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজই নির্ধারিত সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ভোটের পরিধি
আদালতের নির্দেশে স্থগিত হওয়া ১৫ ক্লাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় মোট ৭৬ ক্লাবের কাউন্সিলর ভোট দিতে পারবেন। তবে যেসব প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, তারা প্রার্থী না হলেও ভোট প্রয়োগ করতে পারবেন।
তামিম ইকবাল, ফাহিম সিনহা ও রফিকুল ইসলাম বাবুসহ মোট ১৫ প্রার্থী সরে দাঁড়ানোয় ঢাকার ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) নির্বাচনের উত্তেজনা অনেকটাই কমে গেছে।
বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচন পরিস্থিতি
ক্যাটাগরি-২ (ঢাকা ক্লাব): ১৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, নির্বাচিত হবেন ১২ জন।
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ): মোট ১০ পরিচালক নির্বাচিত হবেন ৭২ ভোটে। তবে ৯ জন ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
একমাত্র রংপুর বিভাগে অনুষ্ঠিত হবে ভোট, যেখানে ত্রিমুখী লড়াই হবে মোহাম্মদ হাসানুজ্জামান, রেহাতুল ইসলাম খোকা ও মোহাম্মদ নুর এ শাহাদাৎ স্বপনের মধ্যে।
ঢাকা ও রাজশাহী বিভাগেও নির্বাচন হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে প্রার্থীরা সরে দাঁড়ানোয় সেখানে ভোট হচ্ছে না।
পাঁচ বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা
ঢাকা বিভাগ: আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম
চট্টগ্রাম বিভাগ: আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর
খুলনা বিভাগ: আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান
সিলেট বিভাগ: রাহাত শামস
বরিশাল বিভাগ: শাখাওয়াত হোসেন
সব মিলিয়ে বহু নাটকীয়তা, আদালতের নির্দেশনা ও প্রার্থীদের সরে দাঁড়ানোয় আলোচিত এই নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে সীমিত প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: