বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই নিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হলো— মাদরাসা ক্রিকেট চালু করা।
নবনির্বাচিত বিসিবি সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, দেশের মাদরাসাগুলোকে মূলধারার ক্রিকেটের আওতায় আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
“এডুকেশনাল ইনস্টিটিউটে ক্রিকেটটা যদি ছড়িয়ে দিতে পারি, মাদরাসা তারই একটা অংশ। স্কুল ক্রিকেটে ক্লাস ফোরের ছেলের সঙ্গে যখন ক্লাস টেনের ছেলে খেলে, সেটা অসামঞ্জস্য মনে হয়েছে। তাই আমরা প্রাইমারি স্কুল, হাইস্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়—সব স্তরে ক্রিকেটটাকে পাথেয় হিসেবে গড়ে তুলতে চাই।”
বুলবুল আরও বলেন,
“মাদরাসায় লাখ লাখ ছাত্র আছে। সেখান থেকেও যদি কিছু ক্রিকেটার উঠে আসে, সেটা দেশের জন্যই গর্বের বিষয় হবে। ক্রিকেট তো সবার খেলা, তাই মাদরাসা শিক্ষার্থীরাও এর বাইরে থাকবে না।”
প্রাথমিকভাবে টি–টোয়েন্টি ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। বুলবুল জানিয়েছেন, বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা এখনও হয়নি, তবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি চলছে।
শোনা যাচ্ছে, শুরুতে ১০ ওভারের ম্যাচ আয়োজন করা হতে পারে এবং খেলা চলবে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়সীমায়।
বিসিবির এই নতুন উদ্যোগ দেশের ক্রিকেট বিকাশে এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: