[email protected] সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে আজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ১০:৪১

ফাইল ছবি

সিরিজে টিকে থাকার সমীকরণে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায়, আবুধাবিতে।

প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে মেহেদি হাসান মিরাজের দল। তাই আজ জিততে না পারলে সিরিজ হার নিশ্চিত হবে টাইগারদের।

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশকে ঐতিহ্যগতভাবে শক্তিশালী দল হিসেবে ধরা হলেও সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে দলকে। চলতি বছরে মাত্র দুটি ওয়ানডে জিতেছে লাল-সবুজরা। ফলে আইসিসি র‌্যাঙ্কিংয়েও হয়েছে পতন— বর্তমানে বাংলাদেশ আছে দশম স্থানে।

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণেই হারের মুখ দেখতে হয় মিরাজের দলকে। টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার মিডল অর্ডার— কোথাও জ্বলে ওঠেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। তাই আজকের ম্যাচে ব্যাটিংয়ের ভুল শুধরে লম্বা জুটি গড়া ও শৃঙ্খল বোলিংয়ের ওপরই জোর দিতে হবে টাইগারদের।

দলের ওপেনিং জুটিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ব্যাট হাতে ব্যর্থ তানজিদ তামিমের জায়গায় একাদশে ফিরতে পারেন গতরাতে বাংলাদেশ থেকে উড়ে আসা নাঈম শেখ। যদিও নাজমুল হোসেন শান্ত টিকে যেতে পারেন দলে।

অপশন সীমিত থাকায় ব্যাট হাতে ব্যর্থ হলেও জায়গা ধরে রাখতে পারেন জাকের আলি ও নুরুল হাসান সোহান। অন্যদিকে, স্পিন বিভাগে তানভীর ইসলামকে বসিয়ে লেগ স্পিনার রিশাদ হোসেনকে একাদশে নেওয়ার চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। পেস আক্রমণে তরুণ নাহিদ রানাকে দেখা যেতে পারে হাসান মাহমুদের পরিবর্তে।

অন্যদিকে, জয়ের ধারা বজায় রাখতে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা আফগানিস্তানের।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর