[email protected] বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
১৮ পৌষ ১৪৩২

দীর্ঘ ৬ বছর পর আবার ন্যাশনালে ফুলকুঁড়ি ইসলামিক একাডেমী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১৪:১৭

সংগৃহিত ছবি

দীর্ঘ ৬ বছর পর (২০১৯ সালের পর) আবারও জাতীয় পর্বে জায়গা করে নিয়েছে ফুলকুঁড়ি ইসলামিক একাডেমী। হ্যান্ডবল খেলায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তারা রংপুর বিভাগকে ১৫–০৪ গোলে হারিয়ে হয়েছে অঞ্চল চ্যাম্পিয়ন।

মঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠিত এই আঞ্চলিক ফাইনালে রংপুর বিভাগীয় চ্যাম্পিয়ন দলের বিপক্ষে মাঠে নামে ফুলকুঁড়ি ইসলামিক একাডেমী। রাজশাহী বিভাগের প্রতিনিধিত্বকারী দলটি শুরু থেকেই আধিপত্য দেখিয়ে একের পর এক গোল করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।

এই জয়ের মাধ্যমে ফুলকুঁড়ি ইসলামিক একাডেমী পুনরায় ন্যাশনাল পর্বে (জাতীয় পর্যায়) খেলার যোগ্যতা অর্জন করেছে। খেলোয়াড়, শিক্ষক ও অভিভাবকরা এ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর