রবার্ট লেওয়ানডস্কির দুর্দান্ত হ্যাটট্রিকে সেল্টা ভিগোকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। রবিবার রাতে বালাইদোস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জয়ে লা লিগার শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে কাতালান ক্লাবটি। এ জয়ের ফলে রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র তিন।
ম্যাচের শুরুতেই দারুণ ছন্দে দেখা যায় বার্সেলোনাকে। ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন পোলিশ তারকা লেওয়ানডস্কি। তবে এক মিনিট পরই পাল্টা আক্রমণে গোল করে সমতায় ফেরান সেল্টা ডিফেন্ডার সার্জিও কারেইরা।
৩৭তম মিনিটে মার্কাস র্যাশফোর্ডের নিখুঁত থ্রু-পাস থেকে দারুণ ফিনিশিংয়ে দ্বিতীয় গোলটি করেন লেওয়ানডস্কি, দলকে আবারও এগিয়ে দেন ২-১ ব্যবধানে। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই বোর্জা ইগলেসিয়াসের গোলে সমতায় ফিরে আসে সেল্টা ভিগো (২-২)।
প্রথমার্ধের ইনজুরি টাইমে জ্বলে ওঠেন কিশোর প্রতিভা লামিনে ইয়ামাল। বক্সের বাইরে থেকে তার দূরপাল্লার শটে বল জালে জড়ালে বার্সা আবারও এগিয়ে যায় ৩-২ ব্যবধানে। এটি ছিল ইয়ামালের মৌসুমের চতুর্থ গোল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমে এলেও ৭৩তম মিনিটে আবারও গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন লেওয়ানডস্কি। র্যাশফোর্ডের পাস থেকে পাওয়া এই গোল নিশ্চিত করে বার্সেলোনার ৪-২ ব্যবধানের জয়।
অন্যদিকে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ রায়ো ভালেকানোর মাঠে গোলশূন্য ড্র করেছে। এমবাপে, ভিনিসিয়ুস ও বেলিংহ্যামদের শত চেষ্টা সত্ত্বেও গোলের দেখা পায়নি দলটি, ফলে বার্সার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান আরও কমে আসে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: