[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

সকালে গুটিয়ে গেল আয়ারল্যান্ড, ২৮৬ রানে অলআউট সফরকারীরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১০:৩১

সংগৃহিত ছবি

সিলেট টেস্টে দ্বিতীয় দিনের শুরুতেই আয়ারল্যান্ডকে দ্রুত গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ৮ উইকেটে ২৭০ রান নিয়ে বুধবার (১২ নভেম্বর) দ্বিতীয় দিনের খেলা শুরু করে আইরিশরা। কিন্তু আর মাত্র ১৪ বল খেলেই ৯২.২ ওভারে অলআউট হয়ে যায় তারা, সংগ্রহ থামে ২৮৬ রানে।

দিনের শুরুতেই শেষ দুই উইকেট তুলে নেন বাংলাদেশি বোলার তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। ৬০ বলে ৩০ রান করা জর্ডান নেইল তাইজুলের বলে এলবিডব্লিউ হন। এরপর হাসান মাহমুদের বলে বোল্ড হন ব্যারি ম্যাকার্থি (৩১)।

এর আগে প্রথম দিনে ছোট ছোট জুটিতে এগোতে থাকে আয়ারল্যান্ড। ইনিংসের শুরুতেই অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি শূন্য রানে ফেরেন হাসান মাহমুদের বলে। এরপর পল স্টার্লিং (৬০) ও চাদ কারমাইকেল (৫৯) ৯৬ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন। তবে মিরাজ ও নাহিদ রানা ফিরিয়ে দেন দুজনকেই।

চা-বিরতির পর কিছুটা প্রতিরোধ গড়লেও ২২ রানের ব্যবধানে তিন উইকেট হারায় সফরকারীরা। অভিষিক্ত হাসান মুরাদ তার প্রথম আন্তর্জাতিক উইকেট নেন কার্টিস ক্যাম্ফারকে (৪৪) আউট করে। এরপর লোরকান টাকার (৪১) স্টাম্পিং হন মিরাজের বলে এবং ম্যাকব্রাইনও ফেরেন ২২২ রানে।

শেষ পর্যন্ত দ্বিতীয় দিনে মাত্র ১৪ বল খেলেই ২৮৬ রানে থেমে যায় আয়ারল্যান্ডের ইনিংস।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন হাসান মাহমুদ। জোড়া উইকেট করে নেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও হাসান মুরাদ। একটি উইকেট শিকার করেন নাহিদ রানা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর