চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে অরুনবাড়ী দক্ষিণ পাড়ায় “মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে বীরসেনা ফুটবল দল। গত মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় বন্ধু ফুটবল দলকে হারিয়ে তারা এই শিরোপা অর্জন করে।
চাঁপাইনবাবগঞ্জের অরুনবাড়ী দক্ষিণ পাড়ায় “মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে বীরসেনা ফুটবল দল। গত মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় বন্ধু ফুটবল দলকে হারিয়ে তারা এই শিরোপা অর্জন করে।
টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় একমাত্র গোলটি করেন বীরসেনা দলের ফরোয়ার্ড মাহমুদ। তাঁর অসাধারণ নৈপুণ্যে দল জয়লাভ করে এবং তিনি ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জয় করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. মোখলেশুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জর্জকোর্ট, চাঁপাইনবাবগঞ্জের এ্যাডভোকেট মো. গোলাম মোস্তফা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মো. মাইনুল ইসলাম বাচ্চু, মাওলানা মো. আকবর আলী, গোলাম জাকারিয়া, মো. আবু সায়েম, মো. আল-আমিন, গোলাম কিবরিয়া, আলী হাসান, এনামুল হক ও হযরত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিথিরা বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে যুব সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে এবং নিয়মিত নামাজ আদায়ের আহ্বান জানান।
অরুনবাড়ী দক্ষিণ পাড়ার এই মিনি ফুটবল টুর্নামেন্ট স্থানীয় তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা ও একতা সৃষ্টি করেছে। সফলভাবে আয়োজনের জন্য টুর্নামেন্ট কমিটিকে ধন্যবাদ জানানো হয়।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: