অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। টানা ৮০৭ দিন সেঞ্চুরি না পাওয়ার হতাশা দূর করে আন্তর্জাতিক ক্রিকেটে আবার তিন অঙ্কের দেখা পেলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তার অপরাজিত ১০২ রানের মহাকাব্যিক ইনিংসে পাকিস্তান ৮ উইকেটের বড় জয় তুলে নিয়ে তিন ম্যাচ সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেছে।
২৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ৪৮.২ ওভারেই জয় নিশ্চিত করে। বাবরের এই সেঞ্চুরি এসেছে ১১৫ বলে।
২০২৩ সালের ৩০ আগস্ট নেপালের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরির পর টানা ৮৪ ইনিংস ধরে তিন অঙ্ক ছুঁতে পারেননি বাবর। এর মাঝে ২০টি ফিফটি করেও সেঞ্চুরি থেকে বঞ্চিত হন তিনি। রাওয়ালপিন্ডিতে অবশেষে সেই খরা কাটে।
এই সেঞ্চুরি বাবর আজমের ওয়ানডে ক্যারিয়ারের ২০তম। এর মাধ্যমে তিনি পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির তালিকায় সাঈদ আনোয়ারের রেকর্ডে যৌথভাবে শীর্ষে উঠে আসেন। মাত্র ১৩৬ ইনিংসে ২০ সেঞ্চুরি করে তিনি এই কীর্তি গড়েন।
সেঞ্চুরির দ্রুততম তালিকায় বাবরের সামনে আছেন কেবল—
হাশিম আমলা: ১০৮ ইনিংস
বিরাট কোহলি: ১৩৩ ইনিংস
ঘরের মাঠে এটি বাবরের ৮ম সেঞ্চুরি। এই বিভাগেও তিনি পাকিস্তানি ব্যাটারদের মধ্যে শীর্ষে উঠে এসেছেন। এর আগে ছিলেন মোহাম্মদ ইউসুফ (৭ সেঞ্চুরি)।
ইনিংসের নির্মাণ: জুটিতেই জয়
সাইম আইয়ুব ও ফখর জামানের ৭৭ রানের উদ্বোধনী জুটির পর ব্যাটিংয়ে নামেন বাবর। শুরুতে ধীরগতির হলেও ২৩ বল পর প্রথম বাউন্ডারি পান।
৬৮ বলে হাফ–সেঞ্চুরি
ফখরের সঙ্গে ১২৭ বলে ১০০ রানের জুটি (ফখর ৭৮)
রিজওয়ানের সঙ্গে অপরাজিত ১১২ রানের জুটি (রিজওয়ান ৫১*)
জুটির ওপর ভর করেই পাকিস্তান সহজ জয় তুলে নেয়।
সিরিজের শেষ ম্যাচ ১৬ নভেম্বর
তিন ম্যাচের সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে থাকা পাকিস্তান ১৬ নভেম্বর একই মাঠে সিরিজের শেষ ওয়ানডে খেলবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: