[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

সহজ জয় নিয়ে সেমিফাইনালে পাকিস্তান শাহিনস, ভারত ‘এ’ দলকে হার ৮ উইকেটে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৩১

ফাইল ছবি

দোহায় একপেশে ম্যাচে ভারত ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে উঠেছে পাকিস্তান শাহিনস।

ওয়েস্ট এন্ড পার্ক স্টেডিয়ামে ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আধিপত্য দেখায় পাকিস্তান। ওপেনার মাআজ সদাকাত দুর্দান্ত ব্যাটিং করেন শুরু থেকে। মাত্র সাত ওভারে দলটির স্কোর দাঁড়ায় ৭৭/১। সদাকাতের ব্যাটে আসে ৫৫ রানের ওপেনিং জুটি, ঝোড়ো বাউন্ডারি আর টানা দ্বিতীয় অর্ধশতক।

নাইম ১৪ রানে আউট হলেও গতি কমেনি পাকিস্তানের। ইয়াসির খান ১১ রানে ফিরলেও জয়ের পথ পরিষ্কার হয়ে যায় সদাকাতের অপরাজিত ৭৯ রানের ইনিংসে (৪৭ বলে, ৭ চার, ৪ ছক্কা)। ফাইক ১৬* রান করেন। ১৪ ওভারেই জয় নিশ্চিত করে পাকিস্তান।

এর আগে ভারতের ব্যাটিং শুরু থেকেই ব্যর্থতার দিকে ধাবিত হয়। ৩০ রানে প্রথম উইকেট পড়ে যাওয়ার পর দল ঘুরে দাঁড়াতে পারেনি। সূর্যবংশী ও নামন ধীরের ৫৪ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। নামন ৩৫ ও সূর্যবংশী ৪৫ রানে আউট হলে মিডল অর্ডার ভেঙে পড়ে। মাত্র ১২ রানের ব্যবধানে পড়ে ৫ উইকেট।

পাকিস্তানের বোলিং আক্রমণে শাহিদ আজিজ ৩ উইকেট নেন ২৪ রান দিয়ে। সদাকাত ও সাদ মসুদ নেন দুটি করে উইকেট। বাকি বোলাররা শিকার করেন একটি করে উইকেট। ভারত থামে ১৯ ওভারে ১৩৬ রানে।

গ্রুপ ‘বি’তে শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান শাহিনস। তাদের পরের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর