ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের খেলা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। চলতি আইপিএলে আর খেলতে পারবেন না মোস্তাফিজ। তাকে স্কোয়াড থেকে মুক্তি দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক বক্তব্যে বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক দেবজিৎ সাইকিয়া বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে, তারা যেন বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেয়। প্রয়োজনে তারা বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমোদন পাবে।’
তিনি জানান, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও শুরুতে বিসিসিআই ‘অপেক্ষা ও পর্যবেক্ষণ’ নীতি অনুসরণ করছিল।
মোস্তাফিজকে দলে নেওয়ার পর থেকেই তীব্র রাজনৈতিক বিতর্কে জড়ান কেকেআরের স্বত্বাধিকারী ও বলিউড অভিনেতা শাহরুখ খান। একাধিক হিন্দু ধর্মগুরু ও বিজেপি নেতা তাকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে আক্রমণ করেন। পাল্টা প্রতিক্রিয়ায় কংগ্রেস এ ঘটনাকে ভারতের বহুত্ববাদে আঘাত বলে মন্তব্য করে।
বিতর্কে যুক্ত হয়ে বিজেপি নেতা সঙ্গীত সোম শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ করেন। তিনি দাবি করেন, ভারতবিরোধী কর্মকাণ্ডে জড়িত একটি দেশের খেলোয়াড়কে আইপিএলে খেলতে দেওয়া হবে না। এমনকি মোস্তাফিজ বিমানবন্দর থেকেই বেরোতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে অবশ্য বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে জানিয়েছিলেন, বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করার কোনো নির্দেশ নেই এবং মোস্তাফিজ অবশ্যই খেলবেন। তবে শেষ পর্যন্ত রাজনৈতিক চাপ ও সাম্প্রতিক পরিস্থিতির কারণেই সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয় বোর্ড।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় মোস্তাফিজের। প্রথম আসরেই শিরোপা জয়ের পাশাপাশি ‘সেরা উদীয়মান খেলোয়াড়’ নির্বাচিত হন তিনি। এরপর রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন এই বাঁহাতি পেসার। এবার ৯ দশমিক ২ কোটি রুপিতে ষষ্ঠ দল হিসেবে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার কথা ছিল তার, যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হলো না।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: