[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
২ অগ্রহায়ণ ১৪৩২

ওয়াইফাইয়ের গতি বাড়াতে সহজ কিছু উপায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ১১:৪৬

ফাইল ছবি

বাসায় ইন্টারনেট ব্যবহারের জন্য এখন প্রায় সবাই ব্যবহার করেন ওয়াইফাই রাউটার। কিন্তু অনেক সময় নেটওয়ার্কের গতি কমে যায়, যার ফলে কাজের ব্যাঘাত ঘটে। অফিসের কাজ থেকে শুরু করে বিনোদনের জন্য অনলাইন স্ট্রিমিং—সবকিছুতেই প্রয়োজন স্থিতিশীল ও দ্রুতগতির ইন্টারনেট।

বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করলে ওয়াইফাই সংযোগের গতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।

চলুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলো—

নিয়মিত রাউটার রিস্টার্ট

প্রতিদিন অন্তত একবার রাউটার রিস্টার্ট করুন। এতে ইন্টারনেট সংযোগ রিফ্রেশ হয় এবং গতি বেড়ে যায়। কিছু রাউটারে নির্দিষ্ট সময়ের জন্য রিস্টার্ট শিডিউল করার সুবিধাও থাকে।

ওয়াইফাই চ্যানেল অ্যাডজাস্ট

রাউটারের সেটিংসে গিয়ে ওয়াইফাই চ্যানেল অ্যাডজাস্ট করুন। কাছাকাছি নেটওয়ার্কের বাধা এড়িয়ে সিগন্যাল শক্তিশালী করতে এটি সহায়তা করে। পাশাপাশি নেটওয়ার্কের নিরাপত্তার জন্য সিকিউরিটি ফিচার সক্রিয় রাখুন।

ওয়াইফাই রিপিটার ব্যবহার

বাড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সিগন্যাল দুর্বল হলে একটি ওয়াইফাই রিপিটার ব্যবহার করুন। এটি বিদ্যমান সিগন্যাল ক্যাপচার করে দূরের স্থানে পৌঁছে দিতে সাহায্য করে।

কোল্ড ড্রিঙ্কস ক্যানের ব্যবহার

অবিশ্বাস্য শোনালেও, একটি কোল্ড ড্রিঙ্কস ক্যান কেটে রাউটারের অ্যান্টেনার পেছনে লাগালে সিগন্যালের দিকনির্দেশনা উন্নত হয়। এতে গতি কিছুটা বৃদ্ধি পেতে পারে।

মেশ ওয়াইফাই সিস্টেম

বড় বাসা বা অফিসে ওয়াইফাই রেঞ্জ বাড়াতে মেশ ওয়াইফাই সিস্টেম বা রেঞ্জ এক্সটেন্ডার ব্যবহার করা যেতে পারে। এটি পুরো জায়গাজুড়ে সমান কভারেজ নিশ্চিত করে।

আধুনিক রাউটার ব্যবহার

পুরনো রাউটার সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়ে। তাই লেটেস্ট প্রযুক্তিসম্পন্ন, শক্তিশালী ও উচ্চ রেঞ্জের রাউটার ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।

রাউটারের অবস্থান সঠিক রাখা

রাউটার সবসময় ঘরের কেন্দ্রীয়, উঁচু ও খোলা জায়গায় রাখুন। ওপরে ঢাকনা দেবেন না এবং আশপাশে ইলেকট্রনিক ডিভাইস রাখবেন না। এতে সিগন্যাল বিঘ্নিত হওয়ার আশঙ্কা কমে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর