[email protected] মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
৮ পৌষ ১৪৩২

পোস্টে সর্বোচ্চ ৫টি হ্যাশট্যাগ ব্যবহারের ঘোষণা ইনস্টাগ্রামের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৫:৩০

ফাইল ছবি

পোস্ট ও রিলে ব্যবহৃত হ্যাশট্যাগের সংখ্যা সীমিত করার ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম। জনপ্রিয় এই সামাজিক মাধ্যম জানিয়েছে, এখন থেকে একটি পাবলিক পোস্টে সর্বোচ্চ পাঁচটি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে।

স্থানীয় সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) মেটা মালিকানাধীন প্ল্যাটফর্মটি জানায়, কম কিন্তু প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করলে কনটেন্ট সঠিক দর্শকের কাছে পৌঁছানো সহজ হবে এবং সামগ্রিক ফলাফলও হবে উন্নত।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, বেশি সংখ্যক হ্যাশট্যাগ ব্যবহার করলেই যে কনটেন্টের রিচ বা ভিউ বাড়বেএমন ধারণা সঠিক নয়। বরং কম ও প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করলে নির্দিষ্ট আগ্রহের দর্শকের কাছে কনটেন্ট পৌঁছানোর সম্ভাবনা বেশি থাকে।

নতুন এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো হ্যাশট্যাগের অপব্যবহার ঠেকানো এবং কৃত্রিমভাবে ভিউ বা এনগেজমেন্ট বাড়ানোর প্রবণতা কমানো। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানায়, অনেক ব্যবহারকারী অতিরিক্ত সাধারণ হ্যাশট্যাগ যেমন#reels বা #explore ব্যবহার করেন, যা পোস্টের পারফরম্যান্সে তেমন কোনো ইতিবাচক প্রভাব ফেলে না। বরং কখনো কখনো এতে রিচ কমে যেতে পারে।

উল্লেখ্য, ২০১১ সালে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ফিচার চালু হওয়ার পর এটি কনটেন্ট অনুসন্ধান ও নির্দিষ্ট দর্শকের কাছে পৌঁছানোর গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। আগে একটি পোস্টে সর্বোচ্চ ৩০টি হ্যাশট্যাগ ব্যবহারের সুযোগ থাকলেও অপব্যবহারের কারণে এবার নতুন সীমা আরোপ করা হলো।

ইনস্টাগ্রাম কনটেন্ট ক্রিয়েটরদের পরামর্শ দিয়েছে, কনটেন্টের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হ্যাশট্যাগ ব্যবহার করতে, যাতে আগ্রহী ব্যবহারকারীদের কাছে সহজে পৌঁছানো যায়। একই সঙ্গে থ্রেডস প্ল্যাটফর্মেও হ্যাশট্যাগ ব্যবহারে সীমা আরোপ করা হয়েছে।

ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের মাধ্যমে কমিউনিটিভিত্তিক কনটেন্টকে উৎসাহিত করা এবং ‘এনগেজমেন্ট হ্যাকিং’ কমানোই তাদের মূল লক্ষ্য।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর